Thursday, September 22, 2016

একটি রিলেশনে "দায়িত্ববোধ" অতীব জরুরী

Share it Please

আমি তাকে দিনে দশবার ফোন করি, কিন্তু সে একবারও করে না। 
আমি তাকে হাজারটা ম্যাসেজ করলেও সে রিপ্লায় দেয় না। 
আমি পাঁচ-ছয় বার দেখা করতে বললেও সে দেখা করতে আসে না। 

"রিলেশনশিপে" এমন অভিযোগ সর্বদাই পরিলক্ষিত হয়। 

এই অভিযোগের একটাই সমাধান "দায়িত্ববোধ।" 

- সে আমাকে দশবার ফোন করেছে, আমার "দায়িত্ব" তাকে অন্তত একবার ফোন করা। 

- সে আমাকে হাজারটা ম্যাসেজ করেছে, আমার "দায়িত্ব" তাকে অন্তত একটা ম্যাসেজের রিপ্লায় করা। 

- সে আমাকে পাঁচ-ছয় বার দেখা করতে বলেছে, আমার "দায়িত্ব" তার সাথে অন্তত একবার দেখা করা।

"কারও মধ্যে যদি "তাকে অন্তত একবার ফোন করা উচিত" এই "দায়িত্ববোধ" টা চলে আসে, তখনই সেই ভালোবাসা পরিপূর্ণতা লাভ করে।"

No comments:

Post a Comment

About me

Blogroll

About