Thursday, September 22, 2016

সত্যিই মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্বপ্ন দেখা পাপ

Share it Please

মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্বপ্ন দেখা যেন পাপ। স্বপ্ন পূরণের কথা ভাবতে ভাবতে একসময় তারা মানসিক ভারসাম্যহীনতায় ভুগতে থাকে।

ভুল করে কেউ যদি স্বপ্ন দেখেই ফেলে সে একজন আলোকচিত্রী হবে। কেবল আলোকচিত্রীই নয় সে একজন শিল্পী হবে, যে আবিষ্কার করবে সমাজের শত সহস্র বঞ্চিত মানুষের ভাষাকে তাঁর ক্যামেরার ফ্রেমে। পারিবারিক খরচ, পড়াশোনার খরচ ছাড়াও শতশত খরচ যোগানোর পর দুর্লভ একটি ডিএসএলআর কেনার স্বপ্ন শুধু পাপই নয়, কঠিনতম পাপ।

আসলে স্বপ্ন বড়লোকের সন্তানদের জন্য। রাতে ঘুমাতে ঘুমাতে স্বপ্নে দেখল একটা ডিএসএলআর কিনবে, আর সকালে ঘুম থেকে উঠে টেবিলের উপর আবিষ্কার করল নতুন ডিএসএলআর। খুশিতে আত্মহারা হয়ে থ্যাংক য়্যু ড্যাডি বলে বাইক স্টার্ট দিয়েই বেরিয়ে পড়ল প্রিন্সেস ডালিয়া, প্রিন্সেস পিংকি, প্রিন্সেস নাতাশার ছবি স্যুট করতে।

সত্যিই মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্বপ্ন দেখা পাপ।
কঠিনতম পাপ।

No comments:

Post a Comment

About me

Blogroll

About