মেয়েটা জানে সে কল কেটে দেয়ার পর ছেলেটা আবার কল দিবে, তাই সে বারেবারে কল কেটে দেয়।
একদিন এ জানা অজানায় পরিণত হয়, পরিচিত নাম্বার থেকে আর কখনও আসে না কল এবং সবশেষে স্থান পায় ব্লকলিষ্টে আর শুন্য জায়গাটা দখল করে নেয় নতুন কোন নাম্বার।
এভাবে একদিন বিশ্বাসগুলো অবিশ্বাসে পরিণত হয়। দুজন দুজনকে ছাড়া বাঁচতে শেখে। বাস্তবতাকে মেনে নিতে শেখে।
ভাঙা গড়ার মধ্যে দিয়ে এভাবেই অতিবাহিত হতে থাকে একেকটি জীবন...
No comments:
Post a Comment