Thursday, September 22, 2016

আচ্ছা বাসে কী মানবতা শুধু ছেলেদেরই দেখাতে হবে? মেয়েদের কী মানবতা নেই?

Share it Please

চার নাম্বার বাসে করে ফার্মগেইট যাচ্ছিলাম। আমি ঠিক পেছনের দিকের একটি সিটে বসে ছিলাম। ওয়ার্কসপ থেকে একজন ষাটোর্দ্ধ বৃদ্ধ উঠলেন। বৃদ্ধলোকটি মহিলা সিটের পাশে ফাঁকা জায়গা দেখে সেখানে দাঁড়ালেন। সেই সিটে বসে ছিলো ১৮-২০ বছরের একটি মেয়ে। 

বাসটি ওয়ার্কসপ থেকে ছেড়ে গেলো। বৃদ্ধ লোকটির যে দাঁড়াতে কষ্ট হচ্ছিল সেটা দেখে বোঝা যাচ্ছিলো। কিন্তু আমি ছিলাম একদম পেছন দিকের ছিটে বসা, আর বাস ভর্তি মানুষ। খারাপ লাগছিলো খুব। 

বৃদ্ধ লোকটির পাশেই হঠাৎ একটি ছেলে দাঁড়িয়ে বললো "দাদু আপনি এখানে আসেন, সামনে দাঁড়ায়ে থাকলে জীবনেও সিট পাবেন না, সামনে যারা বসে আছে তারা আপনার থেকেও বৃদ্ধ"। সত্যিই আনন্দে মনটা ভরে গিয়েছিলো সেদিন। 

আচ্ছা বাসে কী মানবতা শুধু ছেলেদেরই দেখাতে হবে? মেয়েদের কী মানবতা নেই? 

সেদিনের পর থেকে আমি কোন অল্প বয়স্ক সক্ষম মেয়েকে বসার জন্য নিজের সিট ছেড়ে দেই না। একমাত্র বৃদ্ধ, অসুস্থ, ছোট বাচ্চা সহ মহিলা দেখলে তাঁদেরকে বসতে দেই।

আমি মনে করি সবার এটাই করা উচিৎ!!

No comments:

Post a Comment

About me

Blogroll

About