Thursday, September 22, 2016

"রিলেশনশিপে" যখনই "কী" এবং "কেন" প্রশ্নের আবির্ভাব দেখা দেয়, তখনই দুজনের মধ্যে দেখা দেয় দুর্যোগের ঘনঘটা

Share it Please

আমার "কী" দোষ?
আমি "কেন" Sorry বলব? 

"রিলেশনশিপে" যখনই "কী" এবং "কেন" প্রশ্নের আবির্ভাব দেখা দেয়, তখনই দুজনের মধ্যে দেখা দেয় দুর্যোগের ঘনঘটা। 

এই দুর্যোগের নাম হচ্ছে "কী" এবং "কেন।" এই দুর্যোগ এতই শক্তিশালী যে, দুর্যোগ পূর্ববর্তী ব্যবস্থা গ্রহণ না করলে, দুর্যোগ পরবর্তী যতই ব্যবস্থা গ্রহণ করা হোক না কেন, দুর্যোগের হাত থেকে রেহায় পাওয়া যায় না। 

এই দুর্যোগ থেকে "খরা" সৃষ্টি হয়ে ফেটে চৌচির হয়ে যেতে পারে একজনের বুক অথবা বন্যায় প্লাবিত হতে পারে উভয়ের চোখ। 

তাই "রিলেশনশিপে" কখনই "কী" এবং "কেন" নামক ভয়াবহ দুর্যোগের আবির্ভাব হতে দেয়া যাবে না। 

"কম্প্রোমাইজ"ই হচ্ছে এর একমাত্র প্রতিরোধের উপায় অর্থাৎ দুর্যোগ পূর্ববর্তী ব্যবস্থা।

No comments:

Post a Comment

About me

Blogroll

About