সারাদিন ব্যস্ত থাকার পর সন্ধ্যায় কিন্তু আমরা ফ্রি থাকি। এই সন্ধ্যার সময়টাকে কি একটু কাজে লাগানো যায় না?
প্রতিদিন সন্ধ্যায় কিছু বন্ধু মিলে হাতে খাতা কলম নিয়ে বেরিয়ে পড়ুন। রিকশাস্ট্যান্ডে গিয়ে রিকশাওয়ালাকে জিগ্যেস করুন "চাচা আপনি কি স্বাক্ষর করতে পারেন? মানে নিজের নাম লিখতে পারেন?" দেখবেন এদের মধ্যে অনেকেই নিজের নাম লিখতে পারে না। টিপসই দিয়েই কাজ চালায়। সেইসব রিকশাওয়ালাকে নিজের নাম লেখা অর্থাৎ স্বাক্ষর করা শেখাতে পারি না।
দেখবেন তারা যখন নিজের নাম লিখতে পারবে তখন এমন স্বস্তির হাসি হাসবে যেটা দেখে আপনার সারাদিনের ক্লান্তি, দুঃখ-কষ্ট সব ভুলে যাবেন।
সেইসাথে আরেকটা অমূল্য জিনিষ পাবেন, যা টাকা দিয়ে কেনা যায় না, তা হল "দোয়া"। সেই মানুষটি আপনাকে মন থেকে দোয়া করবে।
এটা কিন্তু খুব কঠিন কাজ না। আজকেই কিন্তু খাতা কলম হাতে নিয়ে বন্ধুদের সাথে বেরিয়ে পরতে পারি আমরা।
আর বন্ধুরা যদি আপনাকে পাগল বলে উপহাস করে, তাহলে নিজেই বেরিয়ে পড়ুন। রবীন্দ্রনাথের সেই অমর বাণী মনে নেই; "যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে"।
বিন্দুটা আপনি, আমি মিলে আঁকি, দেখবেন বৃত্তটা সবাই মিলে আঁকছে !!
প্রতিদিন সন্ধ্যায় কিছু বন্ধু মিলে হাতে খাতা কলম নিয়ে বেরিয়ে পড়ুন। রিকশাস্ট্যান্ডে গিয়ে রিকশাওয়ালাকে জিগ্যেস করুন "চাচা আপনি কি স্বাক্ষর করতে পারেন? মানে নিজের নাম লিখতে পারেন?" দেখবেন এদের মধ্যে অনেকেই নিজের নাম লিখতে পারে না। টিপসই দিয়েই কাজ চালায়। সেইসব রিকশাওয়ালাকে নিজের নাম লেখা অর্থাৎ স্বাক্ষর করা শেখাতে পারি না।
দেখবেন তারা যখন নিজের নাম লিখতে পারবে তখন এমন স্বস্তির হাসি হাসবে যেটা দেখে আপনার সারাদিনের ক্লান্তি, দুঃখ-কষ্ট সব ভুলে যাবেন।
সেইসাথে আরেকটা অমূল্য জিনিষ পাবেন, যা টাকা দিয়ে কেনা যায় না, তা হল "দোয়া"। সেই মানুষটি আপনাকে মন থেকে দোয়া করবে।
এটা কিন্তু খুব কঠিন কাজ না। আজকেই কিন্তু খাতা কলম হাতে নিয়ে বন্ধুদের সাথে বেরিয়ে পরতে পারি আমরা।
আর বন্ধুরা যদি আপনাকে পাগল বলে উপহাস করে, তাহলে নিজেই বেরিয়ে পড়ুন। রবীন্দ্রনাথের সেই অমর বাণী মনে নেই; "যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে"।
বিন্দুটা আপনি, আমি মিলে আঁকি, দেখবেন বৃত্তটা সবাই মিলে আঁকছে !!
No comments:
Post a Comment