Thursday, September 22, 2016

অন্যের জন্য নিজেকে কখনও পরিবর্তন করবা না

Share it Please


কেউ তোমার ক্লিন শেভ পছন্দ করবে, ভালোবাসবে...
কেউ বলবে; তোমাকে ক্লিন শেভে ছুলানো ব্রয়লার মুরগীর মত দেখায়!

কেউ তোমার খোঁচা খোঁচা দাঁড়ি পছন্দ করবে, ভালোবাসবে...
কেউ বলবে; তোমাকে খোঁচা খোঁচা দাঁড়িতে জংলীর মত দেখায়!

কেউ তোমার পৌরষী মোচ পছন্দ করবে, ভালোবাসবে...
কেউ বলবে; তোমাকে মোচ রাখলে তামিল গুণ্ডার মত দেখায়!

কেউ তোমার বড় চুল পছন্দ করবে, ভালোবাসবে...
কেউ বলবে; তোমাকে বড় চুলে সজারুর মত দেখায়!

কেউ তোমার ছোটচুল পছন্দ করবে, ভালোবাসবে... 
কেউ বলবে; তোমাকে ছোট চুলে চোরের মত দেখায়!

অন্যের জন্য নিজেকে কখনও পরিবর্তন করবা না। নিজের স্বকীয়তা সবসময় বজায় রেখে চলবা। হোক সেটা ভালোবাসার মানুষের সাথে অথবা বন্ধুবান্ধবের সাথে।

কারও জন্য যদি নিজেকে পুরোপুরি পরিবর্তন কর, তখন পুরোপুরি ভাবে বদলে যাবার পর সেই মানুষটিই একদিন মুখ ভেংচি দিয়ে বলবে "তুমি অনেক বদলে গেছো, আমাদের আর একসাথে থাকা সম্ভব নয়"

No comments:

Post a Comment

About me

Blogroll

About