Thursday, September 22, 2016

এটা এমন এক কষ্ট যা প্রতিনিয়ত মানুষকে কষ্ট দিতে থাকে, মনকে নিষ্ঠুরভাবে কাঁদাতে থাকে

Share it Please

পৃথিবীতে যত ধরণের কষ্ট আছে তার মধ্যে তীব্রতর কষ্ট হচ্ছে "বলতে না পারার কষ্ট"। শব্দ হয় না, রক্তপাত হয় না কিন্তু ভিতরে জ্বলে-পুড়ে ছারখার হয়ে যায়।

আবার বিভিন্ন ধরণের "বলতে না পারার কষ্টের" মধ্যে সবচেয়ে বেশি তীব্রতর হচ্ছে "ভালোবাসার মানুষকে মনের কথা বলতে না পারার কষ্ট"। এটা এমন এক কষ্ট যা প্রতিনিয়ত মানুষকে কষ্ট দিতে থাকে, মনকে নিষ্ঠুরভাবে কাঁদাতে থাকে। 

প্রতিদিন কাঁদার থেকে একদিন মনভরে কাঁদ। আজই বলে দাও প্রিয় মানুষটিকে তোমার মনের কথা।

প্রতিদিন কাঁদার থেকে একদিন মনভরে কাঁদা নিঃসন্ধেহে স্বস্তির। কেননা এটা যে বলতে পারার কান্না। সাহসিকতার কান্না।

No comments:

Post a Comment

About me

Blogroll

About