বিশ্বাসের পাত্র সবাই হতে পারে না...বিশ্বাস করে ভালোবাসা পাওয়ার মত যোগ্য সবাই হতে পারে না...ভালোবেসে একে অপরকে কাছে টেনে নেওয়ার ক্ষমতা সবাই রাখে না...
পৃথিবীতে অসংখ্য ছেলে থাকতে মেয়েটি তোমাকেই বেছে নিয়েছে...আবার; পৃথিবীতে অসংখ্য মেয়ে থাকতে ছেলেটি তোমাকেই বেছে নিয়েছে...এই বিশ্বাসের অমর্যাদা কর না...
ভালবাসার মানুষটিকে শক্ত করে ধরে রাখো...পরম ভালোবাসা দিয়ে বুকের খাঁচার ভেতর বন্দি করে রাখ...ভালবাসার মানুষটিকে সন্মান করতে শিখ...
জীবন মানেই ব্যস্ততা...শত ব্যস্ততার মাঝেও নিজের প্রিয় মানুষটির জন্য একটুখানি সময় বের কর...সময় করে দুজনে কাশফুলের মধ্যে বা কখনও লেক পাড়ে বস...হাতে হাত রেখে তার মনের কথা শোন...
মনে রাখবে;
তোমার একটুখানি অবহেলা, প্রিয় মানুষটির হাজারো দীর্ঘশ্বাসের কারণ !!
কিন্তু এটা কেউ বোঝে না, বুঝলেও কেউ মানে না, মানলেও কেউ নিজেকে শুধরায় না !!
নিজেকে শুধরাও, প্রিয় মানুষটিকে ভালবাসার মত ভালোবাস...
পৃথিবীতে অসংখ্য ছেলে থাকতে মেয়েটি তোমাকেই বেছে নিয়েছে...আবার; পৃথিবীতে অসংখ্য মেয়ে থাকতে ছেলেটি তোমাকেই বেছে নিয়েছে...এই বিশ্বাসের অমর্যাদা কর না...
ভালবাসার মানুষটিকে শক্ত করে ধরে রাখো...পরম ভালোবাসা দিয়ে বুকের খাঁচার ভেতর বন্দি করে রাখ...ভালবাসার মানুষটিকে সন্মান করতে শিখ...
জীবন মানেই ব্যস্ততা...শত ব্যস্ততার মাঝেও নিজের প্রিয় মানুষটির জন্য একটুখানি সময় বের কর...সময় করে দুজনে কাশফুলের মধ্যে বা কখনও লেক পাড়ে বস...হাতে হাত রেখে তার মনের কথা শোন...
মনে রাখবে;
তোমার একটুখানি অবহেলা, প্রিয় মানুষটির হাজারো দীর্ঘশ্বাসের কারণ !!
কিন্তু এটা কেউ বোঝে না, বুঝলেও কেউ মানে না, মানলেও কেউ নিজেকে শুধরায় না !!
নিজেকে শুধরাও, প্রিয় মানুষটিকে ভালবাসার মত ভালোবাস...
No comments:
Post a Comment