Thursday, September 22, 2016

Share it Please

প্রিয় বাবা,

পত্রের প্রথমে আমার সালাম ও ভালোবাসা নিও। তুমি যখন এই চিঠিটা পড়ছ, ততক্ষণে আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে গিয়েছি। সেখান থেকে আর কোনদিন ফিরে আসব না, আর কোনদিন তোমাকে বাবা বলে ডাকব না। 

না বাবা কেঁদনা, তুমি কাঁদলে আমার বড়ই কষ্ট লাগে। বাবা মনে আছে; ছোটবেলায় মসজিদে তোমার হাত ধরে নামাজ পড়তে যেতাম। আমাকে জায়নামাজে বসিয়ে তুমি সবসময় খালি মেঝেতে নামাজ পড়তা। মনে আছে বাবা তোমার? এমন অনেক সৃতি নিজে আজ আমি বিদায় নিলাম তোমাদের কাছ থেকে। শুধু দোয়া কর আমি যেন শান্তিতে থাকতে পারি। 

ইতি তোমার আদরের একমাত্র ছেলে 
"রুদ্র"
-----------------------------------------------

"বাবা উপরের এমনটিও কিন্তু ঘটতে পারত। কিন্তু তা ঘটেনি। আমি একদম ঠিকঠাক আছি। শুধু একটা ভুল করেছি মাত্র। ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করেছি নাম "রুপন্তি"। নিজের একমাত্র ছেলে হারানোর থেকে কি ছেলে সহ তার বউকে মেনে নেয়া উত্তম নয় বাবা? 

তোমার উত্তরের অপেক্ষায়

No comments:

Post a Comment

About me

Blogroll

About