Thursday, September 22, 2016

আমাদের কোন চিত্রনায়ক - নায়িকা, ফিল্ম ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর দের পেইজে এমন ছবি দেখেছেন?

Share it Please

আমাদের কোন চিত্রনায়ক - নায়িকা, ফিল্ম ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর দের পেইজে এমন ছবি দেখেছেন?

যেখানে আমাদের চিত্রনায়ক - নায়িকারা তাদের পেইজে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোন স্ট্যাটাস বা ছবি আপলোড করে থাকেন না, সেখানে Dev ভারতের কোলকাতার একজন মানুষ হয়ে বাংলাদেশী ভাষা শহীদের যে সম্মান ও শ্রদ্ধা জানালো তা সত্যি এক দৃষ্টান্ত।
আচ্ছা সালাম, বরকত, রফিক, জব্বার কাদের মুখের ভাষা ছিনিয়ে নেয়ার দাবিতে তারা আন্দোলনে নেমেছিলেন? কাদের ভাষা রক্ষার্থে নিজের জীবন হাসতে হাসতে রাজপথে লুটিয়ে দিয়েছিলেন? ভারতের নাকি বাংলাদেশের?

রবিগুরু যথার্থ বলেছিলেন; "সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি"

No comments:

Post a Comment

About me

Blogroll

About