Thursday, September 22, 2016

আল্লাহ্‌ প্রতিটা মানুষের গায়ে যে চামড়া দিয়েছেন

Share it Please

নতুন মোবাইল কেনার কিছুদিন পরেই তার স্ক্রিনে সামান্য নরম আঙ্গুলের স্পর্শেই দাগ পড়ে যায়। আবার মোবাইলের উপরেও অনেক সময় স্ক্র্যাচ/ দাগ পড়ে যায়। শত চেষ্টা করা সত্ত্বেও সেই দাগ তোলা সম্ভব হয় না। 

আর; আল্লাহ্‌ প্রতিটা মানুষের গায়ে যে চামড়া দিয়েছেন, সেই চামড়ার উপর কত স্ক্র্যাচ/ দাগ পড়েছে একবার ভাবুন তো?

কতবার কেটে গেছে? 
কতবার চামড়া উঠে গেছে? 
কতবার চামড়ায় বিভিন্ন রং লেগেছে? 

মজার বিষয় হল, কিছুদিন পর অটোম্যাটিক্যালি চামড়ার উপর থেকে সেই দাগ মিশে যায়। 

অথচ আমরা সেই মহান আল্লাহ্‌র কতটুকু শুকরিয়া আদায় করেছি বা করি?

#আলহামদুলিল্লাহ্‌

No comments:

Post a Comment

About me

Blogroll

About