Thursday, September 22, 2016

কাফেলার উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী

Share it Please


কাফেলার উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীর উপস্থাপনায় প্রতিদিন "কাফেলা" দেখতাম পরিবারের সবাই মিলে।

আমার আম্মু বলতেনঃ 
"এই লোকটা যদি কষ্ট করে আরবের এত যায়গায় না যেত, তাহলে আমরা দেশে থেকে কিভাবে আরবের এই মহান জায়গা গুলো দেখতে পেতাম? কিভাবে নবী দের ঘরবাড়ি দেখতে পেতাম?" 


আসলেই ভালো মানুষ বেশীদিন পৃথিবীতে থাকে না। 

উনার মৃত্যুর খবর শুনে বার বার চোখের সামনে ভেসে আসছিল কাফেলায় সেই সিড়ি বেয়ে উপরে উঠার দৃশ্য। কি কষ্ট করেই না সিঁড়ি বেয়ে উঠতেন তিনি । বার বার বলতেন আহ আর পারছি না, বয়স হয়ে গিয়েছে তো। কিন্তু মুখ থেকে হাসি কখনও মুছে যেত না তার। 

আজ তার সেই হাসিমাখা মুখখানি চোখের সামনে ভেসে উঠছে !!! 

মোনাজাতের সময় কি কান্নায় না কাঁদতেন। তার সাথে টিভির সামনে বসে কতদিন মোনাজাত ধরেছি। 

আল্লাহ উনাকে বেহেশতে নসীব করুন 
আমীন !!!

No comments:

Post a Comment

About me

Blogroll

About