Thursday, September 22, 2016

একটা মেয়ের ভালোবাসা এবং একটা ছেলের ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে

Share it Please

একটা মেয়ের ভালোবাসা এবং একটা ছেলের ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে। একটা মেয়ে তাঁর সবকিছু বিসর্জন দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসে। এভাবে ভালোবাসার জন্য যে একটা শক্তির প্রয়োজন তা একটা ছেলের মধ্যে নাই, তাই সে চাইলেও কখনোই এভাবে ভালোবাসতে পারে না।

তাই একটা মেয়ের কখনোই উচিত না একটা ছেলের কাছ থেকে অমন ভালোবাসা পাবার আশা করা। তবে হ্যাঁ, একটা মেয়ে যদি তাঁর সবকিছু বিসর্জন দিয়ে কোন ছেলেকে ভালোবাসতে পারে, তাহলে ঐ ছেলেও তাঁর ভালোবাসার প্রতিদান অবশ্যই দিবে।

নোটঃ আমি কিভাবে জানি, জানিনা; তবে আমি যেভাবেই একটা মেয়েকে ভালোবাসি না কেন, তার মধ্যে কোন না কোন কমতি অবশ্যই থাকে। কিন্তু যখনই একটা মেয়ে আমাকে ভালোবাসে, তাঁর মধ্যে কোন কমতি থাকে না, কোন অপূর্ণতা থাকে না। সে একদম মন খুলে ভালোবাসে। সবকিছু বিসর্জন দিয়ে ভালোবাসে। একদম মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে!!

এটা পরম সত্য, আমি বিশ্বাস করেছি। আপনারাও বিশ্বাস করে নিন।

No comments:

Post a Comment

About me

Blogroll

About