Thursday, September 22, 2016

কোন কিছু করার স্বপ্ন থাকলে প্ল্যাটফর্ম খোঁজার অপেক্ষায় থেকো না

Share it Please


অনেকের অনেক কিছু করার স্বপ্ন থাকে। কিন্তু সেটা বাস্তবায়ন করার সাহস পায় না। কেউ আবার প্ল্যাটফর্ম পায় না। আবার কেউ কেউ ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজতে খুঁজতে সারা জীবনই পার করে দেয়। 

একটা কথা মনে রাখবে। কোন কিছু করার স্বপ্ন থাকলে প্ল্যাটফর্ম খোঁজার অপেক্ষায় না থেকে নিজেকেই সেটার পেছনে ছুটে চলতে হয়। দেখবে প্ল্যাটফর্মই তোমাকে তোমার যোগ্যতা অনুযায়ী খুঁজে নিচ্ছে, তোমাকে প্ল্যাটফর্ম খোঁজার জন্য জীবন পার করে দিতে হবে না। 

একা করা সম্ভব না! এমন কথা অনেকেই বলে থাকে। ধর তুমি শাহবাগ যাবে, ঢাকা শহরে নতুন, তুমি কিছুই চেন না। একা সম্ভব না তাই বন্ধুদের ফোন করলে, কিন্তু সবাই খুব ব্যস্ত। এখন কি তুমি কি শাহবাগ যাবে না? তোমার কাজ কি অসামাপ্ত থাকবে? 

একাই বেরিয়ে পড় না। একদিন বনানী ও মহাখালী পর্যন্ত যাও। পরেরদিন পুরান এয়ারপোর্ট ও ফার্মগেট পর্যন্ত যাও। এর পরেরদিন কাওরান বাজার হয়ে বাংলামটর যাও। এভাবে তুমি ঠিকই শাহবাগ পৌঁছে যাবে। 

জীবনের চলার পথগুলো ঠিক এমনই। কারও জন্য অপেক্ষা না করে, প্ল্যাটফর্ম না খুঁজে নিজেই নেমে পড়। দেখবা তোমার গন্তব্যস্থলে একদিন তুমি ঠিকই পৌঁছে গেছো। 

No comments:

Post a Comment

About me

Blogroll

About