Thursday, September 22, 2016

"ভালো" কিছু হচ্ছে "সন্দেশের মত মিষ্টি" আর খারাপ কোনকিছু হচ্ছে "নিমপাতার মত তিতা।"

Share it Please


প্রতিটা মানুষের "খারাপ" হওয়ার পেছনে কোন না কোন কারণ থাকে। ঠিক তেমনি প্রতিটা মানুষের "ভালো" হওয়ার পেছনেও কোন না কোন কারণ থাকে। 

আমরা "ভালো" মানুষের, সৎ মানুষের গল্প শুনি। সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করি। তাদেরকে আমাদের আদর্শ মনে করি। 

কেননা "ভালো" কিছু হচ্ছে "সন্দেশের মত মিষ্টি" আর খারাপ কোনকিছু হচ্ছে "নিমপাতার মত তিতা।" এখন একজনের সামনে যদি পাশাপাশি "সন্দেশের হাড়ি" আর "নিমপাতার রসের হাড়ি" রাখা হয়, তাহলে সে কোনটা আগে খাবে? 

"সন্দেশের হাড়িতে" হাত না দিয়ে "নিমপাতার রসের হাড়িতে" হাত দিন। "খারাপ" মানুষের "খারাপ" হওয়ার পেছনের গল্পগুলো জানার চেষ্টা করুন। হয়ত যে "খারাপ" হয়ে গিয়েছে তাকে "খারাপ" পথ থেকে ফেরাতে পারবেন না, কিন্তু কেউ একজন সেই "খারাপের" পথে হাঁটছে তাকে তো আটকাটে পারবেন? 

এবং এটা অনেক বেশি জরুরী 
"নিমপাতার রসের হাড়িতে" হাত দেয়ার মত সাহস কি কারও নাই?

No comments:

Post a Comment

About me

Blogroll

About