Thursday, September 22, 2016

এই প্রথম একটা মেয়ে আমাকে 'Touch' করল

Share it Please

সেদিন চ্যাট করছিলাম একটা মেয়ের সাথে।
প্রথম চ্যাট তাই তার পরিবারে কে কে আছে সেটা জানতে চাইলাম। 

উত্তরে সে বলল...
" আমার মা, ছোট বোন ও একটা ছোট ভাই এবং আমি" 
আমি জিজ্ঞেস করলাম, "আপনার বাবা?"

উত্তরে সে বলল...
"জানেন আমার বাবা অনেক আগেই মারা গিয়েছে। আমি দেখতে একদম আমার বাবার মত। যখন আমার বাবার কথা মনে পড়ে, বাবার ছবি দেখার প্রয়োজন হয় না। আমি নিজেকে আয়নায় দেখি এবং আমার মুখের মধ্যে আমার বাবার প্রতিচ্ছবি ভেসে উঠে, আই লাভ ইউ বাবা। কিন্তু এই কথাটা কোনদিন তোমাকে বলা হয় নি- আমি সত্যি তোমাকে খুব খুববব মিস করি বাবা।" 
--------------------------------------------- 

অনেকেই বলে; 
- আমি আমার বাবা-মা'কে ভীষণ ভালোবাসি। কিন্তু মুখ ফুটে কখনও বলা হয় নি। 
- আমার আগে যেন কোনদিন আমার বাবা-মা'র মৃত্যু না হয়, তাহলে আমি মরেই যাব। 

যদিও... 
"বাবা-মা'কে "ভালোবাসি" বলার জন্য কোন উপলক্ষ প্রয়োজন পড়ে না, যে কোন সময় পা ছুঁয়ে বলে দেয়া যায়; "বাবা/ মা তোমাকে অনেক ভালোবাসি, দোয়া কর যেন সারাজীবন তোমাদের মনের মত করে চলতে পারি" 

তবুও...
আমি কিছু উপাই বলে দিচ্ছি, এভাবে বাবা-মা'কে ভালোবাসি বলতে কারও লজ্জাবোধ হবে না। 

- প্রতিদিন বাসার বারিরে যাওয়ার সময় মায়ের পা ছুঁয়ে সালাম করে যাওয়া।
- বাসায় ফিরেই মাকে/ বাবা'কে সালাম দেয়া এবং কেমন আছেন জিজ্ঞেস করা। 
- "তোমাকে অনেক ভালোবাসি মা/ বাবা" কাগজে লিখে টেবিলের উপর রেখে যাওয়া। 

পরিশেষে...
"রাব্বীর হামহুমা কামা রাব্বাইয়ানী সাগীরা" 
বাংলা অর্থঃ হে পালনকর্তা, তাদের (মা-বাবা) উভয়ের প্রতি রহম কর, যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন। 
(সুরা বনি ইসরাইল, আয়াত-২৪) 

এই দোয়াটা সবসময় পড়া।
আল্লাহ্‌ আমাদের সবার বাবা-মা'কে সুস্থ রাখুন এবং অনন্তকাল হায়াত দান করুন।

No comments:

Post a Comment

About me

Blogroll

About