Thursday, September 22, 2016

প্রশ্নেই প্রপোজ

Share it Please

ছেলেঃ তোমাকে কিছু প্রশ্ন করব, সেগুলোর ঠিকঠাক উত্তর দিবা কেমন? 
মেয়েঃ অকে, আমি চেষ্টা করব। (হাসির ইমো :) ) 

ছেলেঃ কোন মেয়ে যদি হটাৎ তোমাকে থাপ্পড় মারে, তুমি কি করবা? 
মেয়েঃ ওর মাথায় কাচের বোতল এর ২টা কোকের বোতল ভাঙব। (মুখ ভেংচির ইমো :P ) 

ছেলেঃ আর যদি কোন ছেলে তোমাকে হটাৎ কিস করে? 
মেয়েঃ ঐ সাহস কারও হয়ে উঠে নি, আর কারও হবেও না। আমি ছেঁচরা লেভেলে মিশি না, যারা এসব কাজ করে তারা ছেঁচরা।

ছেলেঃ আচ্ছা মনে কর কেউ তোমাকে রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখল, তখন তুমি কি করবা? 
মেয়েঃ তাকায় তাকায় দেখব। (দাঁত বের করার ইমো :D ) 

ছেলেঃ আর কেউ যদি তোমাকে হঠাৎ করে প্রপোজ করে? 
মেয়েঃ ছেলে ভাল লাগলে একসেপ্ট করব, না লাগলে বুঝাইয়া বলব।

ছেলেঃ আর যদি সেই ছেলে বন্ধুদের মধ্যে কেউ হয়? 
মেয়েঃ কতই তো প্রপোজ করল, আত কত? (চোখ ছোট করার ইমো >:o ) 

ছেলেঃ আচ্ছা কেমন ছেলে পছন্দ তোমার? 
মেয়েঃ গুড লুকিং। (হাসির ইমো ^_^ ) 

ছেলেঃ তোমাদের মেয়েদের কাছে গুড লুকিং মানে ফর্শা তাই না? 
মেয়েঃ না, গুড লুকিং মানে হ্যান্ডসাম।

ছেলেঃ শেষ প্রশ্ন; "আমি কি গুড লুকিং/ হ্যান্ডসাম?"
মেয়েঃ :O :O :O :O (চোখ বড় করার ১২ টা ইমো দিল :O ) এটা কোন প্রশ্ন? 

ছেলেঃ শেষ প্রশ্ন আমি বলেছি। 
মেয়েঃ এটা তো প্রশ্ন না, এটা প্রপোজ !! (চোখ ছোট করার ইমো >:o )

ছেলেঃ আমি জানি তোমার কাছে উত্তরটা নেই।
মেয়েঃ হ্যাঁ তুমি ঠিক। কারণ আমার সব ফ্রেন্ডরা গুড লুকিং এবং সবারই কোয়ালিটি আছে। একজন বন্ধু হিসেবে আমি এভাবেই ভাবি।

ছেলেঃ শুভ রাত্রি, ভালো থেকো। 
মেয়েঃ .........................(কিছু বলার আগেই ছেলেটা অফলাইনে চলে গেল)

!! আর বাকিটা ইতিহাস !!

No comments:

Post a Comment

About me

Blogroll

About